ঘুড়ির সুতায় আটকে পড়া কাক উদ্ধারে ৯৯৯

ঘুড়ির ছেঁড়া সুতায় আটকে গাছের মগডালে ঝুলছিল একটি কাক। মুক্ত হওয়ার চেষ্টায় দীর্ঘ সময় হাঁসফাঁস করে যখন ক্লান্ত তখন তাকে দেখেন এক পথচারী।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 04:14 PM
Updated : 9 Dec 2020, 04:14 PM

উদ্ধারের কোনো উপায় না পেয়ে তিনি ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে।

অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা; উদ্ধার করেন ঝুলে থাকা কাকটি।

বুধবার রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল জানান, বেলা ১১টা ৭মিনিটে জাতীয় জরুরি সেবা থেকে তাদের কাছে ফোন যায়। জানানো হয় নগরীর লক্ষ্মীপুর মোড়ের রুপালী ব্যাংকের সামনের একটি গাছে আটকা পড়েছে কাক।

“সঙ্গে সঙ্গে আমরা কাকটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে।”

তিনি বলেন, ঘুড়ির ছেঁড়া সুতায় কাকটির পাখা ও পা জড়িয়ে ছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় কাকটি। পরে সেটি সংবাদ প্রদানকারী উজ্জ্বল হোসেন ও স্থানীয় দায়িত্বরত পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তারাই কাকটি অবমুক্ত করে দেন।