হবিগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে’ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে হবিগঞ্জে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা কারেছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 02:45 PM
Updated : 9 Dec 2020, 02:45 PM

বুধবার জেলা শহরতলীর ধুলিয়াখাল এলাকায় বিসিক শিল্পনগরীতে র‌্যাব এই অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবহৃত তেল ও অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

“একইসাথে তাদের এসব অপরাধ আর না করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।”

জরিমানা দিয়েছে কাশফুল সুইটস অ্যান্ড কনফেকশনারি দেড়লাখ টাকা, আসাদ ফূড প্রোডাক্টস দুই লাখ টাকা ও প্রাইম ফুড দেড়লাখ টাকা।