শিমু‌লিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপ‌থে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাতভর বন্ধ থাকার পর শিমু‌লিয়া- বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়াপথে আবার ফেরি চলাচল শুরু করেছে।

মাদারীপুর ও রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 05:31 AM
Updated : 9 Dec 2020, 05:42 AM

বিআইড‌ব্লি‌টি‌সির বাংলাবাজার ঘা‌টের ব্যবস্থাপক সালাউ‌দ্দিন আহমেদ জানান, বুধবার সকাল ৭টার পর শিমু‌লিয়া-বাংলাবাজার নৌপ‌থে ফেরি আবার চালু হ‌য়ে‌ছে।

আর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আবু আব্দুলাহ।

আগের রাত ১১টা থেকে শিমু‌লিয়া-বাংলাবাজার এবং রাত ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

আবু আব্দুলাহ জানান, পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় ফেরি চলাচল রাতে বন্ধ রাখা হয়। সে সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

পাঁচ শতাধিক যানবাহনকে এই সময় দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারাপারের অপেক্ষা থাকতে হয়। কুয়াশা আর শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।