পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন স্থাপনা ভেঙে আহত ৭

পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি নির্মাণাধীন স্থাপনা ভেঙে সাত শ্রমিক আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 01:20 PM
Updated : 8 Dec 2020, 01:20 PM

প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস টুটুল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মামুন (৩০) নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে তিনি জানান।

প্রকল্পে একজন কর্মকর্তা জানিয়েছেন, ঢালাই দেয়াল নির্মাণের জন্য সকালে রডের কাঠামো তৈরির কাজ চলছিল। হঠাৎ একটি অংশ ভেঙে হেলে পড়লে সাত শ্রমিক আহত হন। প্রকল্পের উদ্ধারকারী দল ও সেখানকার লোকজন তাদের উদ্ধার করে। তাদের প্রকল্পের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। তাছাড়া একজন বেশি আহত হওয়ায় তাকে রাজশাহী পাঠানো হয়।

প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস টুটুল বলেন, আহত মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঈশ্বরদী থানার ওসি সেখ মো. নাসীর উদ্দীন বলেন, “আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি।”