‘পাওনা টাকা আদায়ে’ যাওয়া পোল্ট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

কুষ্টিয়ার মিরপুরে ‘পাওনা টাকা আদায়ে’ বের হওয়ার একদিন পর এক পোল্ট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 12:47 PM
Updated : 8 Dec 2020, 12:47 PM

মঙ্গলবার উপজেলার বালিদাপাড়া জিকে খাল পাড় এলাকায় তার লাশ পাওয়া যায়।

প্রয়াত জাফর ইকবাল (৫২) মেহেরপুরের গাংনী উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা ফয়জুল হকের ছেলে; তিনি মুরগীর বাচ্চা ও পোল্ট্রি ফিড ব্যবসায়ী।

জাফরের ছোটো ভাই সানাউল্লাহ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাফর ইকবাল বিক্রিত মালামালের পাওনা টাকা আদায় করতে চুয়াডাঙ্গার উদ্দেশে বেরিয়ে যান। সারাদিন কোনো খোঁজ না পেয়ে গতকাল রাতেই গাংনী থানায় তার ছেলে কলেজ ছাত্র পিয়াস সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বাড়িতে সংবাদ দেয় বলে জানান তিনি।

সানাউল্লাহ বলেন, তার ভাইযের কাছ থেকে অনেকেই বাকিতে মালামাল ক্রয় করে। অনেকের কাছেই তিনি টাকা পান। এই টাকা আদায় করতে গিয়েই তার মৃত্যু হলো।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার দুপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশের সংবাদ পায় পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা গেছে।

তিনি বলেন, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।