যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতক ৫ কিশোর ফিরেছে

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট কিশোরের মধ্যে পাচঁজনকে ফিরিয়ে আনা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 10:23 AM
Updated : 8 Dec 2020, 10:23 AM

পলাতক শিশুর পরিবার ও স্থানীয়দের সহায়তায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে এনেছে বলে কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন জানিয়েছেন।

রোববার রাতে এই কেন্দ্র থেকে আট কিশোর পালিয়ে গিয়েছিল বলে কর্তৃপক্ষ জানায়। 

জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া আট কিশোরের মধ্যে দুইজন ১৪ বছর, দুইজন ১৫ বছর এবং একজন ১৭ বছর বয়সী।

“এদের মধ্যে দুজনকে যশোর শহরের পুরাতন কসবায় অবস্থানকালে স্থানীয়দের সহায়তায় ফিরিয়ে আনা হয়। বাকি তিনজন বাড়ি গেলে পরিবারের সদস্যদের মাধ্যমে তাদের কেন্দ্রে আনা হয়।”

জাকির জানান, এখনও পলাতকদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরের বাড়ি বরিশাল, ১৭ বছরের কিশোরের বাড়ি খুলনা এবং ১৮ বছর বয়সী কিশোরের বাড়ি গোপালগঞ্জ।

“এই তিনজনের মধ্যে একজনের সঙ্গে কথা হচ্ছে, আজ [মঙ্গলবার] সন্ধ্যার মধ্যে হয়ত তাকে ফিরিয়ে আনা যাবে।”

তবে ফিরে না আসা পর্যন্ত তার নাম জানানো যাচ্ছে না, বলেন জাকির।