চুয়াডাঙ্গায় কেরুর চিনিকলের শ্রমিকদের কর্মবিরতি

রাষ্ট্রের মালিকাধীন ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে সরকারি চুয়াডাঙ্গায় কেরু এন্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 09:12 AM
Updated : 8 Dec 2020, 09:12 AM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টা তাদের এ কর্মবিরতি চলে।

এ সময় শ্রমিকরা চিনিকলের সামনের চত্বরে আলোচনা সভা ও বিক্ষোভ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেরুজ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ চিনিকলের শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, চিনিকল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে আরো বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আলোচনা সভা শেষে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন।

ধারাবাহিক লোকসান কমাতে চলতি মওসুম থেকেই পাবনা সুগার মিল, শ্যামপুর সুগারমিল, পঞ্চগড় সুগার মিল, সেতাবগঞ্জ সুগারমিল, রংপুর সুগার মিল এবং কুষ্টিয়া সুগার মিলে আখ মাড়াই ও উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

এদিকে, এসব চিনিকল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চালুর ঘোষণা না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন আখ চাষি ও চিনিকল শ্রমিকদের সংগঠনের নেতারা।