সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 08:56 AM
Updated : 8 Dec 2020, 10:46 AM

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালতের পিপি আব্দুর রহমান জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন (৩৭) বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীন ওরফে জয়নাল ঘটকের ছেলে। 

এ মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের মো. ফজল হক প্রামাণিকের মেয়ে বিলকিস খাতুনের সাথে বিয়ে হয় বেল্লাল হোসেনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

২০১৪ সালের ১৪ মে রাতে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বিলকিসকে শ্বাসরোধে হত্যা করে বেল্লাল হোসেন।

এ ঘটনায় বিলকিসের ভাই বেলাল হোসেন বাদী হয়ে বেল্লাল হোসেনসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার শুনানি শেষে আদালত বেল্লালকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।