ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 08:44 AM
Updated : 8 Dec 2020, 08:44 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে হরিপুর থানার ওসি আরঙ্গজেব জানান।

নিহতরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে নাজির উদ্দীন (৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে রবিউল ইসলাম (৩০)।

স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “হরিপুর উপজেলার বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করছিল নাজির ও রবিউল। এ সময় ভারতে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি  ছুড়লে দুজনই গুলিবিদ্ধ হয়।পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে।

“রবিউলকে গ্রামের নিজ বাড়িতে নেওয়ার পথে এবং নাজিরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

নিহতদের লাশ ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো: হাবিবুল হক প্রধান বলেন, বড়পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন এবং তার লাশ বাড়িতে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও -৫০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।