টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

টাঙ্গাইল সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 03:52 AM
Updated : 8 Dec 2020, 03:53 AM

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাসের বাদেকয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ওসি মো. কামাল হোসেন জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে একটি ট্রাক টমোটো নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে ইঞ্জিন-যন্ত্রাংশ নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল অন্য ট্রাকটি।

“রাবনা বাইপাসের ইউ টার্নে এসে টমেটোর গাড়ির চালক অসতর্কতাবশত লেইন পরিবর্তন করে ফেলেন। তখন বিপরীত দিক থেকে আসা অন্য ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

দুর্ঘটনার পর স্থানীয়রাই তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে যোগ দেয়।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইঞ্জিন-যন্ত্রাংশবাহী ট্রাকে করে বেশ কয়েকজন দিনমজুরও উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রাকটি উল্টে গেলে তারা ওই ভারী যন্ত্রপাতির নিচে চাপা পড়ে।”

এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান বলে এলেঙ্গা ফাঁড়ির ওসি কামাল হোসেন জানান।

তাৎক্ষণিককভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি