ফেনীতে ছাত্রকে ‘বলাৎকার’, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে তার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 02:36 PM
Updated : 7 Dec 2020, 02:36 PM

সোমবার বিকালে পুলিশ ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে বলে দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান।   

গ্রেপ্তার এমদাদ উল্যাহ (২৭) দাগনভূঞার এয়াকুবপুর ইউনিয়নের একটি আবাসিক মাদ্রাসার শিক্ষক ও নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের বাসিন্দা।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ওই আবাসিক মাদ্রাসার ৭ম শ্রেণির এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে মাদ্রসায় থেকে পড়ালেখা করছে। ওই মাদ্রাসা শিক্ষক এমদাদ উল্যাহ গত কয়েক মাস ধরে ওই শিক্ষার্থীকে নানা কৌশলে কয়েকবার বলাৎকার করেন।

“দুই দিন আগে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে মাদ্রাসায় যেতে না চাইলে অভিভাবকরা যৌন নিপীড়নের বিষয়টি জানতে পারেন।”

ওসি জানান, সোমবার সকালে ওই শিক্ষার্থীর অভিভাবকরা শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন এবং ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার ওই শিক্ষককে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।