কক্সবাজারে ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাড়ে চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 09:00 AM
Updated : 7 Dec 2020, 10:01 AM

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, সোমবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়া দ্বীপের অদূরবর্তী সাগরে এ অভিযান চালানো হয়।

আটকরা মিয়ানমারের নাগরিক বলে জানালেও তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

আমিরুল বলেন, “মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে কোস্টগার্ডের টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণ সাগরে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি ট্রলার আসতে দেখা যায়।

“এ সময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দিলে তা দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে দিয়ে ট্রলারটি জব্দ করে ট্রলারে থাকা মিয়ানমারের ৩ নাগরিককে আটক এবং তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৪ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

আটকদের বরাতে কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, “আটকরা দীর্ঘদিন ধরে সাগর পথে ইয়াবা পাচার  করে আসছিল।"

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।