মাদারীপুরে পদ্মায় ডুবল নোঙর করা ফেরি

মাদারীপুরের ঘাট এলাকায় নোঙর করা অবস্থায় পদ্মা নদীতে ডুবে গেল একটি ফেরি।

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 08:30 AM
Updated : 7 Dec 2020, 09:05 AM

সোমবার সকালে শিবচরের বাংলাবাজার ফেরি ঘাটে নোঙর করে রাখা ফেরিটির তলা ফেটে পানি প্রবেশ করে ডুবে যায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

তবে ডাম্ব ফেরি রানীগঞ্জ নামের ফেরিটি উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত রাত ১২টার দিকে ম্ন্সুীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে ডাম্ব ফেরি রানীগঞ্জ মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে আসার পথে নদী খননের ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়।

এতে দ্রুত রাত ৪টার দিকে বাংলাবাজার ঘাটে এসে নিরাপদে যানবাহনগুলো ফেরি থেকে নামিয়ে নোঙর করে রাখা হয়। পরে ফেরিটি ধীরে ধীরে পানিতে ডুবে যায়।

কীভাবে ফেরিটি দ্রুত তোলা সম্ভব তা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এদিকে, বিআইডব্লিউটিসির জিএম মো. আশিকুজ্জান জানান, ডুবে যেতে থাকা ফেরি থেকে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার এবং পণ্যবাহী  ট্রাক আগেই দ্রুত নামিয়ে ফেলায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি জানান, ডুবন্ত ফেরি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ তলব করা হয়েছে।