দিনাজপুরে অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা

দিনাজপুরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 07:44 AM
Updated : 7 Dec 2020, 07:44 AM

এই অভিযানে সোমবার জেলার বিরল, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলায় সনাতন পদ্ধতিতে পরিচালিত ৬টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে এবং তিনটি ভাটাকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক একেএম সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর জেলায় অবৈধ সকল ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলবে। তবে প্রথম পর্যায়ে সনাতন পদ্ধতির ফিক্সড চিমনির ইটভাটার বিরুদ্ধে অগ্রধিকার ভিত্তিতে অভিযান চলছে।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এই অভিযান পরিচালনা করছেন। এই অভিযানের লক্ষ্য হচ্ছে অবৈধভাবে পরিচিালিত ফিক্সড চিমনির সব ইটভাটা ধ্বংস করা।”

২০১২ সালে পরিবেশ দুষনকারী সনাতন পদ্ধতির ফিক্সড চিমনির ইট ভাটা নিষিদ্ধ করা হয় বলে জানান রোজিনা।