দিনাজপুরে বিষমুক্ত সবজি চাষে সাড়া

দিনাজপুরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে কীটনাশক ছাড়াই সবজি চাষ করেছে কৃষকরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 07:40 AM
Updated : 7 Dec 2020, 07:40 AM

এ বছরেই প্রথম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (আইপিএম) আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাঁতোর ইউনিয়নের চৌপুকুরিয়া এবং প্রাননগর গ্রামে বিষমুক্ত এ খাদ্য উৎপাদন শুরু হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বছর জুড়ে বিষমুক্ত সবজি পাবে বলছেন উদ্যোক্তারা।

আইপিএম পদ্ধতি প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীরা মাঠে সবজি উৎপাদনের ব্যস্ত দিন পার করছে। দিন-রাত মাঠে কাজ করছেন তারা।

তাদের আবাদ করা ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো ও লাউ ক্ষেতে একশ একর জুড়ে মাঠের পর মাঠ ভরে রয়েছে।

এ নিরাপদ সবজি চাষি তাইজ উদ্দিন, সিরাজ, মমতাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেত জানান, তাদের উৎপাদিত বিষমুক্ত সবজি ইতিমধ্যে বাজারে বিক্রি শুরু করেছেন। এসব সবজির বেশিরভাগই মাঠে বসেই বিক্রি করছেন তারা।

ভাল চাহিদা থাকায় পাইকারী ক্রেতারা গ্রাম থেকেই সবজি কিনে নিচ্ছে। এতে তাদের পরিবহন খরচও বেঁচে যাচ্ছে বলেন তারা। 

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেক বলেন, কৃষি বিভাগ কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে সহায়তা করে যাচ্ছে।

“প্রতিটি দলে প্রশিক্ষিত ২৫ জন করে ২০টি দল মাঠে এ ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত রয়েছে।”

আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান, এ সবজি চাষে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় না। জৈব সার এবং পোকা দমনে ফেরমেন, আঠালো ফাঁদ এবং জৈব বালাই নাশক ব্যবহার করা হয়।

বিষমুক্ত এ নিরাপদ সবজি সহজেই বাজারজাত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে প্রচার করা হচ্ছে বলেও তিনি জানান।