নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রামবাসীর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া লোকজনের ওপর গ্রামবাসী হামলা চালিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 04:42 PM
Updated : 6 Dec 2020, 04:42 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯২ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।

আড়াইহাজার উপজেলার ঝাউগড়া উত্তরপাড়া ঈদগা সংলগ্ন সড়কের পাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

তিতাসের যাত্রামুড়া অফিসের উপ-ব্যবস্থাপক রিফাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “১০ বছরের বেশি সময় ধরে কয়েকটি গ্রামের হাজারের বেশি মানুষ অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছিলেন। এর আগে কয়েকবার বিচ্ছিন্ন করতে গিয়ে ব্যর্থ হয়েছি।”

তবে রোববার কতগুলো সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

গুলি চালানো সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন বলেন, “অবৈধ গ্যাস ব্যবহারকারীদের হামলার মুখে জান-মাল রক্ষায় পুলিশ শর্টগান দিয়ে গুলি চালিয়েছে।”

অবৈধ গ্যাস ব্যবহারকারী ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিদর্শক সাখাওয়াত হোসেন।