কুষ্টিয়ায় জমি দখলের মামলায় আ. লীগ নেতা জেলহাজতে

কুষ্টিয়ায় জমি দখলের মামলায় এক আওয়ামী লীগ নেতাসহ নয়জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 02:29 PM
Updated : 6 Dec 2020, 02:29 PM

কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহসিন হাসান রোববার এই আদেশ দেন।

সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের জাহানারা খাতুন নামে এক নারীর ওয়ারিশ সনদ জালিয়াতির মাধ্যমে দেড় একর জমি দখলের মামলায় আদালত এই আদেশ দেয় বলে বাদীর আইনজীবী আজমল হোসেন জানিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন ঝাউদিয়া ইউনিয়নের চেয়াম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী বিশ্বাস, ইউপি সদস্য গঞ্জের মণ্ডলের ছেলে আবুল কাশেম, ঝাউদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রফকবুল মোল্লা ও বিটু মোল্লা, মিরপুর উপজেলার নগরবাকা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে আরাম, পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে বাদল, লিয়াকত, কামাল হোসেন ও জামাল।

এছাড়া মামলার দুই নারী আসামিকে জামিন দিয়েছে আদালত।

আইনজবীবী আজমল মামলার নথির বরাতে বলেন, মাস তিনেক আগে ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার পর তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। আদালত বিবাদীদের হাজির হওয়ার সমন জারি করে। তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।