কুয়াশা কাটায় শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 05:57 AM
Updated : 6 Dec 2020, 05:57 AM

কুয়াশা কেটে যাওয়ায় রোববার সকাল ১০টা ৪০ মিনিটে শিমুলিয়া তিন নম্বর ফেরি ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায় বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানিয়েছেন।

বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানিয়েছেন, এর আগে ভোর ৪টা থেকে বয়া-বাতি, সিগন্যাল কিছুই দেখা না যাবার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

বাংলাবাজার প্রান্ত থেকে সকাল সাড়ে ৮টায় দুইটা ফেরি ছেড়ে আসলেও কুয়াশার কারণে মাঝ নদীতেই নোঙর করতে বাধ্য হয়। পরে কুয়াশা কেটে যাবার পর ফেরিগুলো গন্তব্যে রওয়ানা দিয়েছে।

প্রফুল্ল চৌহান জানান, দুই ঘাটে নোঙর করা অপর ১২টি ফেরিও চলাচল শুরু করবে। এ রুটে তিনটি রো রো ফেরিসহ ১৪টি ফেরি চলাচল করে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।