ফরিদপুরে মাছ চুরির মামলায় মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

ফরিদপুরে মাছ চুরির মামলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 01:53 PM
Updated : 5 Dec 2020, 01:53 PM

ফরিদপুর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে শহরের ভাটিলক্ষ্মীপুরের বাড়ি থেকে এম এ সালাম লালকে (৭২) গ্রেপ্তার করা হয়।

সালাম শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার রমজান ফকিরের ছেলে। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছাড়াও ফরিদপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন।

সালমের মেয়ে এলিজা আক্তার অভিযোগ করেছেন, হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার বাবাকে।

পরিদর্শক রাকিবুল সাংবাদিকদের বলেন, শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার হাশেম ফকির নামে এক ব্যক্তি গত ১৩ জুলাই একটি মামলা করেন সালামের বিরুদ্ধে। মামলার এজাহার অনুযায়ী হাশেম সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি পুকুরে মাছের চাষ করেন। তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সালাম। চাঁদা না দেওয়ায় সালাম তার লোকজন নিয়ে পুকুরের সব মাছ ধরে নিয়ে যান।

পরিদর্শক বলেন, এ মামলায় সালামকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে টেপাখোলা গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ অরেকটি মামলা রয়েছে।

তাকে আদালতের আদেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক রাকিবুল।