টাঙ্গাইলে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 09:44 AM
Updated : 5 Dec 2020, 09:44 AM

নিহত মো. সেন্টু মিয়া (৩৫) অটো চালক।

আহতরা হলেন- ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সার্ভিস স্টেনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নাগরপুর থানার ওসি মো. আনিসুর রহমান আনিস বলেন, একটি অটোরিকশা নাগরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে সংর্ঘষ হয়।

এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ খাদে পড়ে যায়। পরে আহত ৬ জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ট্রলি ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।