যশোরে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

যশোর চৌগাছা সীমান্ত থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 08:57 AM
Updated : 5 Dec 2020, 08:57 AM

উদ্ধার সোনার ওজন সাত কেজি এবং আনুমানিক মূল্য চার কোটি ঊননব্বই লাখ ত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার বেলা সাড়ে ১২টায় যশোর বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সরম্মলনে এ তথ্য কথা জানান-৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সেলিম রেজা জানান।

তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযান দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩‘শ গজ ভেতরের এলাকা থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করে।

“দুই জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভিযান দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। এ সময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভিতর থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।”

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, উদ্ধার স্বর্ণের হস্তান্তর ও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।