ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুরুষকে নারী সাজানো’ হেফাজতের কাসেমীকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুরুষকে নারী সাজানো’ হেফাজত নেতা আব্দুর রহিম কাসেমীকে মাদরাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 05:50 PM
Updated : 4 Dec 2020, 05:50 PM

কাসেমী জেলার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

শহরের টিএ রোডের এই মাদরাসা থেকে শুক্রবার সাংবাদিকদের কাছে পাঠানো মাদরাসার অধ্যক্ষ মুবারকুল্লাহ স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

কার্যবিররণীতে বলা হয়েছে, কাসেমী গত ১২ নভেম্বর পরিকল্পিতভাবে মাদরাসাছাত্রদের ভুল বুঝিয়ে বিক্ষোভ করান। তিনি এক পুরুষকে নারী সাজিয়ে মাদরাসার মুরব্বিদের বেকায়দায় ফেলার চেষ্টা করেন। এসব কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কাসেমী বলেন, এ বিষয়ে তিনি কোনো চিঠি পাননি। চিঠি না দেখে তিনি কোনো বক্তব্য দেবেন না।