ময়মনসিংহে কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ময়মনসিংহে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 04:20 PM
Updated : 4 Dec 2020, 04:21 PM

পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার নান্দাইল থানার ওসি মিজানুর রহমান।

আটক আব্দুল কাইয়ুমের (৩২) নেত্রকোণার লেপসিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে দায়িত্ব পালন করছিলেন। জামালপুরের বাসিন্দা তিনি।

ওসি রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামে আব্দুল মন্নাছ নামে এক ব্যক্তির বাড়িতে এক তরুণী ও কাইয়ুমকে আটক করে স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করার পর ওই তরুণী তার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।

“আটক কাইয়ুম দাবি করেছেন তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমাণিত হয়েছে।”

শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে আব্দুল কাইয়ুমকে আসামি করে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি রহমান।