মুন্সীগঞ্জে মসজিদে ঢুকে সাংবাদিকের উপর হামলা
মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 09:33 PM BdST Updated: 04 Dec 2020 09:33 PM BdST
মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদে ঢুকে এক সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একদল হামলাকারী।
শুক্রবার জুম্মার নামাজ চলাকালে এই হামলা চালানো হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত আমিরুল ইসলাম নয়ন (৩৮) গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি।
হামলাকারীদের বাধা দিতে গিয়ে তার শ্যালক সাদ্দাম হোসেন ও সাদ্দামের শ্বশুর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার কামাল প্রধানও আহত হন।
আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
আমিরুল ইসলামের এক আত্মীয় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ করার জের ধরেও এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমিরুল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, মসজিদে সিজদারত অবস্থায় তার উপর ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা করে। স্থানীয় জুয়েল চেয়ারম্যানের কয়েকজন আত্মীয়সহ একদল যুবক তাকে বিবস্ত্র করে বেদম মারধর করে গুরুতর আহত করে। তারা তার মোবাইল ফোন ও মানি ব্যাগ ছিনিয়ে নেয়।

এছাড়া তার শ্যালক ও শ্যালকের শ্বশুরের শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এই চিকিৎসক।
গজারিয়া থানার ওসি (অপারেশন) মোক্তার হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে গজারিয়া থানা পুলিশ। এই সময় ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন।
এই বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল বলেন, “আমার গাড়িটির সমস্যা হয়েছে। তাই গাড়ি নিয়ে সকাল থেকে আমি ঢাকায়। আমি হামলার ঘটনার কিছুই জানি না। তবে শুনেছি মসজিদ কমিটির মেয়াদ শেষ হলেও সাংবাদিক নয়নের শ্বশুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে জোর করে থাকতে চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে।”
ঘটনার পরপর জড়িতদের আটকের অভিযান শুরু করেছে গজারিয়া থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, জড়িতদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা ও গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’