মাগুরায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

মাগুরা সদরে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

মাগুরার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 12:13 PM
Updated : 4 Dec 2020, 12:13 PM

এই সময় একাধিক বাড়ি ও দোকানে ভাংচুর ও লুপপাটের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

শুক্রবার সকালে টিলা গ্রামে এই সংঘর্ষ হয় বলে সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান।

আহতদের মধ্যে তিন জনকে মাগুরা সদর হাসপাতালে ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, সদরের মঘি ইউনিয়নের টিলা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুটি দলে বিভক্ত। আধিপত্য বিস্তারের জন্য আগে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

“শুক্রবার সকালে জমিতে পানি দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।”

এই সময় দুটি দোকানঘরসহ পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে তিনি জানান।

আহতদের মধ্যে কয়েম (৪৫) নামে একজনকে আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

পরবর্তী সংঘাত এড়াতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।