মাগুরার কারখানায় সংঘবদ্ধ গ্রামবাসীর হামলা

মাগুরার একটি কারখানায় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 06:57 PM
Updated : 3 Dec 2020, 06:57 PM

কারখানার একজন ট্রাকচালকের সঙ্গে এলাকার এক ব্যক্তির দ্বদ্বের জেরে এই হামলা হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ।

জেলার শালিখা উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার সকালে আরকে ডোর নামে এই কারখানাটিতে হামলা হয়।

 কারখানার মালিক জুয়েল হোসেন বলেন, বুধবার বিকালে তার কারখানার একটি মালবোঝাই ট্রাক উপজেলার সীমাখালী বাজার দিয়ে যাওয়ার পথে হরিশপুর গ্রামের এক ব্যক্তির সঙ্গে ট্রাকচালকের কথা কাটাকাটি হয়।

“এ ঘটনার জেরে হরিশপুর গ্রামের দুই শতাধিক লোক কারখানায় হামলা চালায়। তারা কারখানার জানালা-দরজার গ্লাস ভাঙচুর করে। পরে অফিসে কক্ষে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুরসহ একটি ল্যাবটপ ও আট-টদশ লাখ টাকা লুট করে। তবে তারা কারখানায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ  হয়। এ সময় শ্রমিকরা পাশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল কারখানাটিতে হামলা চালিয়ে আগুন দেওয়া।”

কারখানায় প্রায় দুইশ শ্রমিক কাজ করে জানিয়ে তিনি বলেন, হামলার পর কারখানা আংশিক চালু করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তার জন্য তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।

জেলার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নয়জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ চেষ্টা করছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হবে।

“আমরা কারখানাটি বন্ধ না করে চালু রাখতে বলেছি। কারখানায় অনেক দরিদ্র শ্রমিক কাজ করে।”

কারখানায় পুলিশি পাহারা বসানো হয়েছে বলে তিনি জানান।