নীলফামারীতে ভাইকে ছুরি মেরে হত্যার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 03:08 PM
Updated : 3 Dec 2020, 03:08 PM

সৈয়দপুর থানার পরিদর্শক আবুল হাসনাত খান জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সৈয়দপুর পৌরশহেরর বাঁশবাড়ি মহল্লায় বাড়িতে তিনি খুন হন।

নিহত খন্দকার ইমরান হোসেন আসিফ (২৭) ওই মহল্লার খন্দকার এসএম আরিফ হোসেন মানিকের ছেলে। তিনি রাজধানী ঢাকায় একটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন বলে পরিবার জানিয়েছে।

প্রতিবেশীরা জানান, ইমরানের বড় ভাই জাকির হোসেন আবির (৩২) তার বাবাকে মারধর করেন। এর জেরে দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে ইমরানের বুকে ছুরিকাঘাত করেন বড় ভাই। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরিদর্শক আবুল হাসনাত বলেন, নিহত আসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সাবরিনা আফরোজ তিথি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জাকির পলতাক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পুলিশ।