‘কাবিনে টাকা বৃদ্ধির লোভ দেখিয়ে ধর্ষণ’, কাজী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 01:11 PM
Updated : 3 Dec 2020, 01:11 PM

গ্রেপ্তার কাজী ইউসুফ আলী (৪৫) ধামরাই পৌর এলাকার ধামরাই দক্ষিণ পাড়ায় দীর্ঘদিন ধরে এব বাসা ভাড়া নিয়ে বিয়ের নিবন্ধনের কাজ করে আসছিলেন।

বৃহস্পতিবার ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।

ওই নারীর বরাত দিয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক মো. সাইদুজ্জামান বলেন, প্রায় এক বছর আগে প্রথম স্বামীর সাথে ৩৫ বছর বয়সী ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের কয়েক মাস পর ওই নারী এক লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করেন।

এ বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে সম্পাদনকারী কাজী ইউসুফ আলী কাবিন নামায় দেনমোহরের টাকা বৃদ্ধি করে দেবেন বলে প্রলোভন দেখান।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় কাবিননামায় এক লাখ টাকা থেকে বৃদ্ধি করে তিন লাখ টাকা করে দেওয়ার কথা বলে কাজী তার বাসায় ডেকে নেন ওই নারীকে। সে সময় তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিলে রাজী না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করেন কাজী বলেন তিনি।

এ ঘটনায় ওই নারী ধামরাই থানায় বৃহস্পতিবার অভিযোগ করার পর কাজীকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার গ্রেপ্তার কাজীকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।