ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জমিজমার বিরোধে ১৫ বছর আগের একটি হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 12:58 PM
Updated : 3 Dec 2020, 12:58 PM

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবির এই রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানিয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ আলী (৪০) ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ি গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমার বিরোধের জেরে ২০০৫ সালের ১৭ মে সকালে ইউসুফ আলী লোকজন নিয়ে প্রতিবেশী আবুল কাশেম ওরফে নারদকে বেধরক মারপিট করেন। এতে ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়।

এই ঘটনায় ওইদিনই আবুল কাশেমের ছেলে সোহেল আলম ওরফে আকাশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়।

হামিদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দিন মোহাম্মদ তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ জুলাই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত অপর চার আসামি আলাল উদ্দীন (৫০), ছুটকু (৭০), সিরাজ উদ্দীন (৩৩) ও মকবুল হোসেনের (৪০) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে হামিদ জানান।