নারায়ণগঞ্জে ঘরে অগ্নিকাণ্ডে এক পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশা তাড়ানোর ধোঁয়ার পাত্র থেকে আগুনে লেগে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 11:21 AM
Updated : 3 Dec 2020, 11:21 AM

বৃহস্পতিবার ভোরে গাবতলী নতুন বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ওই এলাকার মুদি দোকানি রেজাউল করিম (৩৮), তার স্ত্রী পোশাক শ্রমিক জামিলা খাতুন (৩২) ও মেয়ে মিতু আক্তার (১৫)।

তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, মশা তাড়াতে ধোঁয়া তৈরির জন্য রাতে ঝুট কাপড়ে ধুপ দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাতের কোনো এক সময় ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং তাতে তারা দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানারে ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে একজনের ৯০ শতাংশ ও অপর দুই জনের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে ওসি জানান।