খুলনায় হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায়

খুলনায় এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 10:33 AM
Updated : 3 Dec 2020, 10:33 AM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিবেক মণ্ডল, সৌগত রায় এবং অরুণাভ রায়। এর মধ্যে সৌগত এবং বিবেক বাড়ি দাকোপ উপজেলার জালিয়াখালী এবং অরুণাভের বাড়ি তিলডাঙ্গা গ্রামে। তারা সবাই পলাতক রয়েছেন।

নিহত গোবিন্দ সানা (৪০) উপজেলার পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের ধনঞ্জয় সানার ছেলে। খুলনার দাকোপ উপজেলার এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২১ নভেম্বর বেলা ২টার মধ্যে কোনো এক সময় শ্রী অ্যাগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানাকে হত্যা করা হয়।

এরপর তার লাশ গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেওয়া হয়।

২২ নভেম্বর সকালে জালিয়াখালী নদীর চর থেকে ভাসমান অবস্থায় গোবিন্দের মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে দাকোপ থানায় হত্যা মামলা করেন।

২০১৬ সালের ১৯ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৮ সালের ৫ জুলাই আদালতে ওই মামলার শুনানির মধ্য দিয়ে অভিযোগ গঠন ও বিচার শুরু হয়। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন।