প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেইসবুকে ‘মিথ্যা প্রচারণা’, যুবক গ্রেপ্তার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নামে ফেইসবুকে ‘মিথ্যা’ প্রচারণার অভিযোগে গাজীপুরে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 03:27 PM
Updated : 2 Dec 2020, 03:27 PM

বুধবার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাউছার সরকার বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় এই যুবকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

দুপুরেই নগরীর পোড়াবাড়ি থেকে ইব্রাহিম খলিল ওরফে আশিক (২৫) নামের এই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, গাজীপুর নগরীর পোড়াবাড়ি বাজার এলাকার আফসার উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক আইডি থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ তথ্য ছড়িয়ে দেন।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর দায়ের করা মামলায় ইব্রাহিম খলিলকে দুপুরে পোড়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তার অপরাধ স্বীকার করেছেন।

বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।