নারায়ণগঞ্জে স্বামী হত্যায় স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

নারায়ণগঞ্জে পরকীয়া প্রেমের কারণে স্বামীকে হত্যার দায়ে এক নারীর আমৃত্যু কারাদণ্ড হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 12:49 PM
Updated : 2 Dec 2020, 12:49 PM

বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন ১৭ বছর আগের এই মমালার রায় ঘোষণা করেন।

দণ্ডিত রোজিনা বেগম (৪০) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।

দণ্ডিতকে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজিনা বেগমের স্বামী সিরাজুল ইসলামরা তিন ভাই। রোজিনার সঙ্গে দেবরের পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল। তার জের ধরে সিরাজুল ইসলামকে হত্যা করেন রোজিনা বেগম। 

মামলার নথির বরাত ‍দিয়ে জাসমিন আহমেদ আরও জানান, ২০০৩ সালের ১৪ অক্টোবর চিতাশাল নুরবাগ এলাকার পাশের বাড়ি থেকে সিরাজুল ইসলামের গলাকাটা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

“দেবর শফিকুল ইসলামের সঙ্গে রোজিনা বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল এবং ওই পরকীয়া প্রেমের কারণে রোজিনা স্বামীকে হত্যা করেন বলে তদন্তে বেরিয়ে আসে।”

জাসমিন আরও জানান, ২০০৪ সালের শেষের দিকে রোজিনা বেগমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানিয়ছেন।