জয়পুরহাটে জমি নিয়ে শত্রুতা: শঙ্কায় এক পরিবার

জমি নিয়ে বিরোধের জেরে `প্রভাবশালীদের’ ভয়ে প্রশাসনের কাছে নিরাপত্তার চেয়েছে এক পরিবার।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 08:36 AM
Updated : 2 Dec 2020, 08:46 AM

বুধবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ পরিবারের সদস্য  আব্দুল মোত্তালিব আকন্দ।

তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ সময় তার সঙ্গে ছিলেন, মোত্তালিবের স্ত্রী মালেকা বেগম, শিশু ছেলে মাহী এবং বেশ কয়েকজন গ্রামবাসী।

লিখিত বক্তব্যে মোত্তালিব বলেন, ওই গ্রামে তাদের উত্তাধীরকার সূত্রে এবং কেনা মোট ৪২ শতক জমি রয়েছে।

সেখানে বসত বাড়িসহ আম বাগান করে পরিবার নিয়ে ‘শান্তিপূর্ণভাবে’ বসবাস করে আসছিলেন। ওই সম্পত্তি দখল করার জন্য তাদের পরিবারকে উচ্ছেদ করতে ‘প্রভাবশালীরা হুমকি দিচ্ছে’।

এ নিয়ে হামলার ঘটনায় পাঁচবিবি থানার পুলিশকে জানিয়েছেন। তাছাড়া, গত বছরের ১৮ জানুয়ারি জয়পুরহাট আমলী আদালতে এবং ১৭ মে জয়পুরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও করেন।

প্রভাবশালীরা বাড়িঘর থেকে উচ্ছেদ করতে বারবার তার বাগান, বাড়ি ও পরিবারের উপর হামলা চালিয়েছে আসছে বলেন তিনি। এজন্য এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

তবে তার প্রতিপক্ষ আব্দুল মতিনের স্ত্রী তানজিমা খানম (শিমু) মোবাইল ফোনে এসব অভিযোগ অস্বীকার করেন।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান বলেন, “মোত্তালিবের পরিবারের উপর হুমকি এবং হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

“তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”