টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের সাত নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 06:51 AM
Updated : 2 Dec 2020, 10:32 AM

বুধবার ভোরে টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল বলেন, “ঘটনাস্থলে কোস্টগার্ডের টহলদলের সন্দেহ হওয়ায় একটি ট্রলারকে থামার সংকেত দেয়।কিন্তু ট্রলারটি না থেমে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি করে। পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটিকে আটক করে।

“ওই ট্রলারে তল্লাশি করে ২৮টি প্যাকেট থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার এবং পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ জন নাগরিক আটক করা হয়।”

আমিরুল বলেন, আটকরা নিয়মিত মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে বলে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এছাড়া ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

আটকদের আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।