বরগুনায় ‘শিশু ধর্ষণ, মামলায় বাধা’
বরগুনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 08:18 PM BdST Updated: 01 Dec 2020 08:18 PM BdST
বরগুনায় ছেলেশিশুকে ধর্ষণের পর মামলা করতে বাধা দেওয়ার পাশাপাশি গ্রামে সালিশের অভিযোগ উঠেছে।
জেলার আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের এক দরিদ্র বাবা এই অভিযোগ করেছেন।
তিনি বলেন, “গত ২৪ নভেম্বর তার ১০ বছর বয়সী ছেলেকে একই গ্রামের শাহজাহান মৃধা (৫০) নামে এক ব্যক্তি ফুঁসলিয়ে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে ছেলেকে নোমর বাজারের একজন পল্লিচিকিৎসক চিকিৎসা দেন।
“আর শাহজাহানের বড় ভাই রফিক মৃধা সালিশ করেন। তিনি তাকে এক ঘা জুতাপেটা করার পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করেন। তারা প্রভাবশালী লোক। তারা আমাকে মামলা করলে এলাকা ছাড়া করার হুমকি দেন।”
তিনি জরিমানার টাকা নেননি জানিয়ে বলেন, এখন তিনি মামলা করার সাহস পাচ্ছেন না।
তবে শাহজাহান মৃধা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
তার বড় ভাই রফিক মৃধাও সালিশের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমি কিছু জানি না।”
এ বিষয়ে আমতলী থানার পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, “অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থায়ই ছাড় দেওয়া হবে না।”
-
নির্যাতনের ভিডিও ভাইরাল: আরও এক মামলা, গ্রেপ্তার ৫
-
ধলেশ্বরীতে ট্রলার ডুবে একজন নিখোঁজ
-
মধুমতি নদীর অবৈধভাবে তোলা বালু যাচ্ছে বেআইনি ইটভাটায়
-
বেনাপোলে ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক
-
কুয়াশায় পারাপার বিঘ্নিত, পদ্মাপারে গাড়ির জট
-
কনকনে শীতে কষ্টে শেরপুরের শ্রমজীবীরা
-
টুঙ্গিপাড়ায় সেচখালে ভাঙন, ঝুঁকিতে ২০ পরিবার
-
কুমড়া চাষে ঘুরে দাঁড়ানোর লড়াই তিস্তাপারে
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা