বরগুনায় ‘শিশু ধর্ষণ, মামলায় বাধা’

বরগুনায় ছেলেশিশুকে ধর্ষণের পর মামলা করতে বাধা দেওয়ার পাশাপাশি গ্রামে সালিশের অভিযোগ উঠেছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 02:18 PM
Updated : 1 Dec 2020, 02:18 PM

জেলার আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের এক দরিদ্র বাবা এই অভিযোগ করেছেন।

তিনি বলেন, “গত ২৪ নভেম্বর তার ১০ বছর বয়সী ছেলেকে একই গ্রামের শাহজাহান মৃধা (৫০) নামে এক ব্যক্তি ফুঁসলিয়ে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে ছেলেকে নোমর বাজারের একজন পল্লিচিকিৎসক চিকিৎসা দেন।

“আর শাহজাহানের বড় ভাই রফিক মৃধা সালিশ করেন। তিনি তাকে এক ঘা জুতাপেটা করার পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করেন। তারা প্রভাবশালী লোক। তারা আমাকে মামলা করলে এলাকা ছাড়া করার হুমকি দেন।”

তিনি জরিমানার টাকা নেননি জানিয়ে বলেন, এখন তিনি মামলা করার সাহস পাচ্ছেন না।

তবে শাহজাহান মৃধা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

তার বড় ভাই রফিক মৃধাও সালিশের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি কিছু জানি না।”

এ বিষয়ে আমতলী থানার পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, “অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  কোনো অবস্থায়ই ছাড় দেওয়া হবে না।”