শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাতক্ষীরায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক শেখ নজিবুল্লাহ, সাতক্ষীরার সাংবাদিক সুভাষ চৌধুরী ও হাবিবুর রহমানের সাক্ষ্য নেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 01:52 PM
Updated : 1 Dec 2020, 01:52 PM

সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবিরের আদালতে মঙ্গলবার দুপুরে তারা সাক্ষ্য দেন বলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির জানান।

মামলার মোট ৩০ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী শুনানির দিন ৯ ডিসেম্বর।

২০০২ সালের ৩০ অগাস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ‘ধর্ষণের শিকার’ এক নারীকে দেখতে আসেন। হাসপাতাল থেকে ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে।

মুনির বলেন, “সেদিনের হামলার ঘটনা উল্লেখ করে সাক্ষ্য দিয়েছেন এই তিন সাক্ষী। আগামী দুই মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে আশা করি।”

একই সঙ্গে মাহফুজা ধর্ষণের মামলাটিও পুনরুজ্জীবিত করতে নথিপত্র দেখা হয়েছে বলে তিনি জানান।