সাভারে সাড়ে আট হাজার কেজি ইলেকট্রিক তারসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে সাড়ে আট হাজার কেজি ‘চোরাই’ ইলেকট্রিক তার জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 09:56 AM
Updated : 1 Dec 2020, 09:56 AM

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউন এলাকা থেকে ট্রাক ভর্তি চোরাই তার উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গাজীপুর জেলার এমদাদুল ইসলাম (৩৬), পাবনা জেলার মো. নাসির (২৬) ও ভোলা জেলার লোকমান হোসেন (৫৩)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, কিছু অসাধু লোক চোরাই ইলেকট্রিক তার বিক্রির জন্য ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকায় অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাব।

“এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থেকে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দ করা হয় তার চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার এবং একটি ওয়েট মেশিন।

“চোরাকারবারদের সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।