খুলনায় শিশুর লাশ উদ্ধার, মা ও কাকা গ্রেপ্তার
Published: 01 Dec 2020 03:39 PM BdST Updated: 01 Dec 2020 03:50 PM BdST
খুলনার বটিয়াঘাটায় পাঁচ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে মা ও কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার শিশুটির কাকাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে এবং মাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
নিহত জশ মণ্ডল (৫) খুলনার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডলের ছেলে। অমিত ঢাকার বাড্ডা থানায় পুলিশের এএসআই পদে কর্তব্যরত রয়েছেন।
অমিত শিশু সন্তান জশ এবং স্ত্রী তনুশ্রী মণ্ডলকে নিয়ে ঢাকায় বাস করেন। রাসপূজা উপলক্ষে গত রোববার তনুশ্রী শিশু জশকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছিলেন।

“নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।”
মঙ্গলবার সকালে নিহত শিশুর বাবা অমিত মণ্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন।
এরপর জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা এবং কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে অনুপ মণ্ডল অভিযোগ করেন, ২০১৫ সালে তার স্ত্রী তনুশ্রী মণ্ডলের শ্লীলতাহানির চেষ্টা করেছিলের তার ভাই।
শিশুটির মা তনুশ্রী মণ্ডলের সঙ্গে অনুপ মণ্ডলের পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল দত্ত বলেন, এ ঘটনার পেছনে পরকীয়া সম্পর্ক, পারিবারিক কলহ অথবা তৃতীয় কোনো ব্যক্তি আছে কি-না এসব বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, মামলার আসামি অনুপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শিশুটির মা তনুশ্রী মণ্ডলকেও থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
-
নির্যাতনের ভিডিও ভাইরাল: আরও এক মামলা, গ্রেপ্তার ৫
-
ধলেশ্বরীতে ট্রলার ডুবে একজন নিখোঁজ
-
ফরিদপুরে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, নেওয়া হয় অনুমোদনহীন ইটভাটায়
-
বেনাপোলে ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক
-
কুয়াশায় পারাপার বিঘ্নিত, পদ্মাপারে গাড়ির জট
-
কনকনে শীতে কষ্টে শেরপুরের শ্রমজীবীরা
-
টুঙ্গিপাড়ায় সেচখালে ভাঙন, ঝুঁকিতে ২০ পরিবার
-
কুমড়া চাষে ঘুরে দাঁড়ানোর লড়াই তিস্তাপারে
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি