চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
চাঁদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 12:08 PM BdST Updated: 01 Dec 2020 12:08 PM BdST
চাঁদপুরে তেলবাহী লরির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, অটোরিকশা চালক জাহাঙ্গীর (৪০) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এবং অটোরিকশাটির যাত্রী রুমা বেগম (৩০) ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালি গ্রামের বাসিন্দা।
অটোরিকশাটির অপর যাত্রী গুরুতর আহত মামুনকে (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শোল্লা এলাকায়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি লক্ষ্মীপুরের রায়পুর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জের দিকে আসছিল। এ সময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লরিটির চাকা ফেটে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা এক সিএনজি চালিত অটোরিকশার সাথে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও অটোরিকশাটি রাস্তার পাশের খালে পড়ে যায়।
অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক জাহাঙ্গীর এবং রুমা বেগমকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।
-
যশোরে আগুনে পুড়ল ট্রেনের পাওয়ার কার
-
গাইবান্ধায় নির্বাচনে পুলিশের ওপর ‘হামলা’: ২ মামলা
-
গোপালগঞ্জে ট্রলারডুবিতে শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
-
বগুড়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, সহকারী নিহত
-
পাহাড়ে নারীর বাড়তি গতি এল স্কুটির চাকায়
-
সাঁথিয়ায় জমির বিরোধে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
-
হবিগঞ্জে অটোরিকশার ১০ টাকা ভাড়ার জন্য সংঘর্ষ
-
মহামারীতে বন্ধ ছয়টি ট্রেন চালুর দাবি চাঁপাইনবাবগঞ্জে
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান