বগুড়ায় ‘ধর্ষণের শিকার’ কিশোরী, সন্তানের জন্ম

বগুড়ায় ‘ধর্ষণের শিকার’ ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীর মেয়েসন্তানের জন্ম হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 03:57 PM
Updated : 30 Nov 2020, 03:57 PM

ঘটনার দুই মাস আগে ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জেলার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানিয়েছেন।

বিদ্যুৎ ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের শাহ কামালের ছেলে।

প্রতিবন্ধী কিশোরী ওই গ্রামের এক দরিদ্র দম্পতির পালিত মেয়ে।

ইমরান হোসেন ইমন নামে ওই গ্রামের একজন বাসিন্দা জানান, গ্রামের এক দরিদ্র দম্পতি তাদের সন্তান না থাকায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ছোটবেলায় দত্তক নেয়। তারা কাজের জন্য বাইরে গেলে বিদ্যুৎ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।  তারপর ঘটনা ফাঁস না করতে ভয়ভীতিও দেখান। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। শুক্রবার রাতে তার মেয়েসন্তানের জন্ম হয়।

কিশোরীর পালক বাবা-মা এ ঘটনার বিচার চেয়েছেন।

ওসি বলেন, “বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর সন্তানের জন্মের পর ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে নিজের খরচে  ঢাকায় পাঠিয়েছি। এর আগেও এমন কাজ করেছি।”

প্রায় দুই মাস আগে ঘটনা জানতে পেরে পুলিশ বিদ্যুৎকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে জানিয়ে তিন বলেন, ডিএনএ টেস্টের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।