গাজীপুরে এক রাতে চার জায়গায় অগ্নিকাণ্ড

গাজীপুরে এক রাতেই চার স্থানে অগ্নিকাণ্ডে গুদাম, দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 07:37 AM
Updated : 30 Nov 2020, 07:37 AM

সোমবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়াতে এক বাড়িতে এবং দত্তপাড়ায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।

এছাড়া আগের রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুটের এক গুদামে এবং রাত ১টার দিকে জোড়পুকুর এলাকায় এক বাজারে আগুন লাগে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় সোমবার ভোরে এক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।

“আগুনে ওই টিনশেড বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে।”

এছাড়া রোববার রাত ১টার দিকে জোড়পুকুর এলাকায় এক বাজারে অগ্নিকাণ্ডে মাছ, মুরগি ও সবজির পাঁচটি দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সোমবার ভোরে দত্তপাড়া এলাকায় লেপ-তোষকের এক দোকানে অগ্নিকাণ্ড ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা।

এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এক তিন তলা ভবনের নিচ তলায় কামাল হোসেনের ঝুট ও তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এসব অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস।