করোনাভাইরাসে খুলনায় ২ জনের মৃত্যু

খুলনার হাসপাতালে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হয়েছে, যাদের একজন খুলনার এবং আরেকজন পিরোজপুরের।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 05:19 PM
Updated : 29 Nov 2020, 05:19 PM

শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে তারা মারা গেছেন বলে খুলনা নগরীর ডায়বেটিক হাসপাতালে স্থাপিত করোনা ডেডিকেটেড সেন্টারের চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন। 

এরা হলেন পিরোজপুর সদরের ডুমুরতলা গ্রামের রতিন্দ্র নাথ সাহার ছেলে অতুল কৃষ্ণ সাহা (৬৫) এবং খুলনা নগরীর মুজগুন্নীর আতাউল হকের ছেলে কাজী মোয়াজ্জেম হোসেন (৭৯)।

ফরিদ উদ্দিন আহমেদ জানান, পিরোজপুরের অতুল কৃষ্ণ সাহা শনিবার (২৮ নভেম্বর) করোনাভাইরাস পজিটিভ হিসেবে হাসপাতালে ভর্তি হন।

রাত সোয়া ১২টায় মারা যান তিনি।

“মোয়াজ্জেম হোসেন শনিবার করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।”

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, করোনাভাইরাস মহামারী শুরু থেকে রোববার পর্যন্ত খুলনা জেলায় মৃত্যুবরণ করেছেন ১০৯ জন। আর খুলনা বিভাগে মারা গেছেন ৪২৪ জন।