কিশোরগঞ্জে অটোরিকশায় আগুন, মা-মেয়ে দগ্ধ

কিশোরগঞ্জে অটোরিকশায় আগুন গেলে এক নারী ও তার মেয়ে দগ্ধ হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 12:12 PM
Updated : 29 Nov 2020, 01:12 PM

রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলার যশোদল এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লতিফা (৪৫) ও তার মেয়ে লিমা (২০)। তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মা-মেয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। লতিফা ওই এলাকার প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী।

কিশোরগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন, “লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা ও দুই মেয়ে অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনে আগুন লেগে দ্রুত ছড়িয়ে যায়।

“এ সময় লতিফা ও তার মেয়ে লিমার পা পুড়ে যায়। অন্য দুজনের বোরকা পুড়ে গিয়ে পা ও হাটুতে আগুনের হালকা আঁচ লাগে।”

দুর্ঘটনার কারণ সম্পর্কে ওসি বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। অটোকিশায় থাকা গ্যাস সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে লতিফার মা ও ছোট মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা