হবিগঞ্জে সোমবার থেকে বাস চলবে
হবিগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 04:50 PM BdST Updated: 29 Nov 2020 04:50 PM BdST
হবিগঞ্জ জেলা প্রশাসনের আশ্বাসে কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা। সোমবাল থেকে আবার বাস চলবে বলেও জানিয়েছেন তারা।
রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত ডিআইজি, জেলার ডিসি, এসপি ও মোটর মালিক গ্রুপের নেতাদের মধ্যে বৈঠক শেষে এ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ পরিবহন শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজিব আলী।
তিনি বলেন, “বৈঠকে জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন আজ থেকেই অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তবে যেহেতু এটি একটি বিশাল সমস্যা, তাই সমাধানে অনেকটা সময় লাগবে।”
“প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। সোমবার থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে।”
এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাখা বাসগুলো টার্মিনালে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
গত ১৮ নভেম্বর মোটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতারা হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হবিগঞ্জ জেলার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।

দাবির বিষয়ে অগ্রগতি না হওয়ায় রোববার সকালে জেলার সব সড়কে বাসসহ পরিবহন করে দেওয়া হয়।
এরপর বেলা ১২টার দিকে জেলার সব বাস লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন মালিকরা।
পরে পরিবহন নেতাদের নিয়ে বৈঠকে বসেন ডিসি মোহাম্মদ কামরুল হাসান।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’