রায়হান হত্যা: ভিসেরা রিপোর্টে বিষক্রিয়া মেলেনি

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ নিহত রায়হান আহমদের ভিসেরা রিপোর্টে বিষক্রিয়া পাওয়া যায়নি।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 10:17 AM
Updated : 29 Nov 2020, 10:32 AM

রোববার চট্রগ্রাম থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে এ ভিসেরা প্রতিবেদন এসেছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম।

তিনি বলেন, ভিসেরা প্রতিবেদনে কোনো বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়।

পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই দিনই ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়।

পরে আদালতের নির্দেশে ১৫ অক্টোবর কবর থেকে লাশ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়।

ময়না তদন্তে রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে ১৪টি গুরুতর আঘাতের চিহ্ন পান ময়না তদন্তকারী চিকিৎসকরা।