ফরিদপুর চিনিকলে বকেয়াসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 01:15 PM BdST Updated: 28 Nov 2020 01:15 PM BdST
ফরিদপুর চিনিকলে আখ চাষি ও চিনিকলের শ্রমিকদের বকেয়াসহ পাঁচ দফার দাবিতে বিক্ষোভ হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করে কয়েক হাজার চাষি ও শ্রমিক।
কেন্দ্রীয় আখচাষি ফেডারেশন এবং শ্রমিক কর্মচারী ফেডারেশনের ডাকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুরের এক মাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষিদের আখের মূল্য পরিশোধ, চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিল, আসন্ন আখ মাড়াই মৌসুমের আগে প্রয়োজনীয় মালামাল সরবরাহ, আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ, কীটনাশকসহ জরুরি উপকরণ সরবরাহ করার দাবি করছেন তারা।
ফরিদপুর আখচাসী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন, ওসমান গনি মোল্লা, সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, কাজল বসু, মির্জা আহসানুজ্জামান আজাউল, রেজাউল হক বকু, শহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে, ফরিদপুর সুগার মিলস কর্তৃপক্ষ জানায়, ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া সাত কোটি টাকা, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি বকেয়া ২৫ কোটি টাকা, মুজুরি কমিশনের বকেয়া চার কোটি টাকা এবং আখের মূল্য বকেয়া এক কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে ৩৭ কোটি ৩০ লাখ টাকা।
এসব বকেয়ার বিষয়ে অধিদপ্তরকে জানানো হয়েছে উল্লেখ করে ফরিদপুর চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, সেখান থেকে টাকা ছাড় পেলে পরিশোধ করা হবে।
“ফরিদপুর চিনিকলে দুই হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। যার মূল্য ১২ কোটির বেশি হবে।”
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও ২২ আসামির জামিন
-
কালিহাতীতে ‘গৃহবধূর’ লাঠির আঘাতে ষাটোর্ধ্ব ভাসুরের মৃত্যু
-
ফরিদপুরে খিচুড়ি খাওয়ার পর ১৫ জন সংজ্ঞাহীন
-
রংপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
-
সিরাজগঞ্জে ২ মেয়েকে ‘বিষপানে হত্যা’, পরে মায়ের ‘আত্মহত্যা’
-
যশোরে আগুনে পুড়ল ট্রেনের পাওয়ার কার
-
ফেনী বারে সভাপতি আ. লীগ, সম্পাদক বিএনপি-জামায়াতের
-
গাইবান্ধায় নির্বাচনে পুলিশের ওপর ‘হামলা’: ২ মামলা
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার