ময়মনসিংহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক
ময়মনসিংহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 01:12 PM BdST Updated: 28 Nov 2020 01:56 PM BdST
-
প্রতীকী ছবি
ময়মনসিংহে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
নগরীর জামতলা মোড় এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান।
নিহত মুয়মুন মুনা (২৫) জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের স্ত্রী।
ঘটনার পর থেকে ফুয়াদ পলাতক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ২০১৪ সালে ফুয়াদের সঙ্গে একই এলাকার আব্দুল জলিলের মেয়ে মুনার বিয়ে হয়। তাদের সংসারে চার বছরের একটি মেয়েও রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না।
নিহতের মামা ফারুক হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ মোবাইলে ফোন করে মুনা অসুস্থ এবং তাকে হাসপাতালে নিতে হবে বলে তাকে জানায়। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই যৌতুকের জন্য মুনাকে মারধর করত। সংসার টিকিয়ে রাখতে জায়গা বিক্রি করে ফুয়াদকে টাকাও দেওয়া হয়েছিল।”
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, বিরোধের জেরেই ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদসহ তার বাড়ির লোকজন পালিয়ে যায়।”
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ফুয়াদ ও তার বাড়ির লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
-
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও ২২ আসামির জামিন
-
কালিহাতীতে ‘গৃহবধূর’ লাঠির আঘাতে ষাটোর্ধ্ব ভাসুরের মৃত্যু
-
ফরিদপুরে খিচুড়ি খাওয়ার পর ১৫ জন সংজ্ঞাহীন
-
রংপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
-
সিরাজগঞ্জে ২ মেয়েকে ‘বিষপানে হত্যা’, পরে মায়ের ‘আত্মহত্যা’
-
যশোরে আগুনে পুড়ল ট্রেনের পাওয়ার কার
-
ফেনী বারে সভাপতি আ. লীগ, সম্পাদক বিএনপি-জামায়াতের
-
গাইবান্ধায় নির্বাচনে পুলিশের ওপর ‘হামলা’: ২ মামলা
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার