যশোরে ‘বাড়ছে অবৈধ’ রেলক্রসিং সংখ্যা
যশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 07:07 PM BdST Updated: 27 Nov 2020 07:07 PM BdST
-
ফাইল ছবি
যশোরে অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে; মানুষ ইচ্ছামত একেকটা ক্রসিং তৈরি করছে; এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। কিন্তু রেল কর্তৃপক্ষ অসহায়ত্ব প্রকাশ করছে।
রেলওয়ের যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউল হক বলেন, “অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা বেড়েই চলেছে। স্থানীয় পর্যায়ে এসব ক্রসিং বাড়ানো হলেও আমরা বন্ধ করতে পারছি না। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করেই এসব ক্রসিং চালু করে মানুষের জানমাল ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।”
সর্বশেষ গত ২১ নভেম্বর যশোর শহরতলির মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হন। আহত হন তার সহকারী। এছাড়া এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে কয়েক ঘণ্টা।
প্রকৌশলী ওয়ালিউল বলেন, তাদের অনুমোদিত যেসব ক্রসিং আছে সেখানে জনবল আছে। তারা যথাযথ দায়িত্ব পালন করে আসছেন।
“মুড়লী মোড় রেলক্রসিংয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের কোনো দায়িত্বহীনতা ছিল না। ট্রেন আসার মূহূর্তে ট্রাকটি ক্রসিংয়ে উঠে বিকল হয়ে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।”
অনুমোদনহীন রেলক্রসিং সম্পর্কে তিনি বলেন, এর জন্য অনেকের অনুমতি নিতে হয়। প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
পাকশী বিভাগের আওতায় যশোর-খুলনা অঞ্চলে ১৬৮টি রেলক্রসিং রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৬২টির অনুমোদন ও জনবল রয়েছে। বাকিগুলো একেবারেই অরক্ষিত।
“অনুমোদনহীন এই ১০৬টি ক্রসিং দিয়ে প্রতিনিয়ত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।”
-
টাঙ্গাইলে ইউনিয়ন আ. লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৪
-
ফরিদপুরে বাস উল্টে নিহত ৪
-
বিয়ের শর্তে ধর্ষণ মামলার আসামি চিকিৎসকের জামিন
-
মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোটো ভাই গ্রেপ্তার
-
নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
-
কুড়িগ্রামে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯
-
কুষ্টিয়ায় ১২টি অবৈধ ইটভাটা থেকে জরিমানা আদায়
-
যশোরে শিশু অপহরণের অভিযোগ
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম