নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩৪ ঘর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আগুন লেগে ৩৪টি টিনের ঘর পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2020, 04:30 AM
Updated : 27 Nov 2020, 04:30 AM

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, উপজেলার মুসলিমনগর এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আরেফিন বলেন, “গিয়াস উদ্দিনের মালিকানাধীন টিনের তৈরি ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৩৪টি টিনের ঘর এবং ঘরগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।”

ফায়ার সার্ভিস জানায়, আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা থাকতেন। মশার কয়েল অথবা ধুপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।